13090750_835450256567215_2021776512_o

নিজন্ব প্রতিনিধি:
নোয়াখালী: “গরীব দুঃখীর বিচার পাওয়ার অধিকার বর্তমান সরকারের অঙ্গীকার” এই স্লোগানে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে নোয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা জজ আদালত নোয়াখালী থেকে র‌্যালি শুরু হয়ে নোয়াখালী প্রধান সড়ক প্রদিক্ষণ করে পুনরায় জেলা জজ আদালতে এসে শেষ হয়।

জেলা জজ রেজা তারিক আহমদ নেতৃত্বে র‌্যালিতে উপস্তিত ছিলেন, জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার ইলিয়াজ শরীফ প্রমুখ।
##