নোয়াখালী | তারিখঃ April 28th, 2016 | নিউজ টি পড়া হয়েছেঃ 261 বার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক, এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে নির্মম ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যেগে শিক্ষকবৃন্দ আজ সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেন। উক্ত কর্মসূচীতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান, উপ-উপাচার্য প্রফেসর ড.আবুল হোসেন ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ অনেক শিক্ষক অংশগ্রহণ করেন।
মানববন্ধন কর্মসূচীতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি মেহেদী মাহমুদুল হাসান ও উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। বক্তরা এই নির্মম ও পৈশাচিক হত্যাকান্ডের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং অনতিবিলম্বে রাবি শিক্ষক হত্যাকান্ডসহ অন্যান্য সকল গুপ্ত হত্যার প্রকৃত হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান। উপাচার্য মহোদয় আরো বলেন যে, এ দেশে মৌলবাদের উত্থান হওয়ার আজ মুক্তচিন্তাকারীরা হুমকীর মুখে পড়েছে। তিনি এ ধরণের ঘটনায় নিন্দা জানান ও সংশ্লিষ্টদের যথাযথ ব্যবস্থা গ্রহণ করার ও দাবি জানান।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যার ঘটনা এই দেশে প্রথম নয়। এর আগে ও বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষককে হত্যা করা হয়েছে। এধরণের ঘটনায় শিক্ষকরা আজ ভীত সন্ত্রস্ত¿ ও ক্ষুব্ধ। তাই শিক্ষকদের নিরাপত্তার লক্ষে এই ধরণের ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য ও দাবি জানানো হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- কাজী অফিস নোয়াখালী চৌমুহনী
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
Leave a Reply