Noakhali Porosava Ec news 28-04-2016 Images (2)

নিজস্ব প্রতিনিধি,
নোয়াখালী: পৌরসভা নির্বাচনে নোয়াখালী ও সেনবাগ পৌরসভার মেয়র, কাউন্সিলার ও সংরক্ষিত আসনে কাউন্সিলার মনোনায়ন পত্র জমা দিয়েছে।

২৮ এপ্রিল বৃহঃবার সকাল থেকে নোয়াখালী পৌরসভায় মেয়র পদে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী সহিদ উল্লাহ খান সোহেল, বিএনপি মনোনিত প্রার্থী বর্তমান মেয়র হারুনুর রশিদ আজাদ, জাতীয় পার্টি মনোনিত প্রার্থী আনোয়ার হোসেন ও বাংলাদেশ ইসলামী শাসানতন্ত্র আন্দেলন মনোনিত প্রার্থী মাওলনা সহিদুল ইসলাম মনোনায়ন পত্র রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার দে কাছে মনোনায়ন পত্র জমা দেন।

মনোনয়ন পত্র বাছাই ০২ মে ২০১৬, প্রার্থীতা প্রত্যহার ০৯ মে ২০১৬, এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ মে ২০১৬।