Noakali Pic

নিজস্ব প্রতিনিধিঃ

নোয়াখালীর মাইজদী শহর থেকে ছিনতাইকারী দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে সুধারাম থানা পুলিশ। বুধবার দুপুরের দিকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- জেলার সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের পশ্চিম মাইজদী গ্রামের মাহফুজুর রহমানের ছেলে মামুন (৩০), নোয়াখালী পৌরসভার কৃজ্ঞরামপুর গ্রামের মৃত নুর মোহাম্মাদ বাচ্চুর ছেলে নুরুল ইসলাম ওরফে শ্যামল (২৮), সূবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের চরবাটা গ্রামের মৃত ছাদু মাস্টারের ছেলে মানিক (৩০)।

সুধারাম থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতাররা দীর্ঘ দিন থেকে মাইজদী এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। এদের প্রত্যেকের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এর আগেও বেশ কয়েকবার এসব ঘটনায় গ্রেফতার করে জেল হাজতেও পাঠানো হয়। পরে তারা জেল থেকে বের হয়ে আবারোও এসব অপকর্মে লিপ্ত হচ্ছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মীর্জা মো. হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার ছিনতাইকারীদেরকে দুপুরে আদালতে পাঠানো হলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠান।