নোয়াখালী | তারিখঃ April 28th, 2016 | নিউজ টি পড়া হয়েছেঃ 257 বার

জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে টাকার চুরি অভিযোগে ফারুমা আক্তার (১০) নামে এক শিশুকে শারীরিক নির্যাতনের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশ চরকাঁকড়া ৪নং ওয়ার্ডের নাডাগোবাড়ী থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। সে ওই বাড়ির দিনমজুর সাহাব উদ্দিনের মেয়ে ও চরকাঁকড়া আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার কালের দিকে বিজ্ঞান পরীক্ষা দিতে স্কুলে যায় ফারুমা। পরে তাদের বাড়ির মোস্তফার স্ত্রী মুন্নি বেগম তার টাকা চুরি হয়েছে এমন অভিযোগ এনে স্কুলে গিয়ে ফারুমাকে জিজ্ঞাসাবাদ করে। পরীক্ষা শেষে মুন্নি স্কুল আঙিনায় ফারুমাকে ধরে ব্যাপক মারধর করে ও তাকে বাড়িতে নিয়ে আসে। এ সময় ফারুমার মা-বাবা কেউই বাড়িতে ছিলেন না।
সন্ধ্যায় ফারুমার বাবা বাড়িতে এসে ঘরের দরজা খুলে ভেতরে ফারুমাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এসে বিষয়টি থানায় জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় ফারুমার মৃতদেহ উদ্ধার করে।
নিহতের বড়বোন অভিযোগ করে জানান, টাকার চুরির মিথ্যা অভিযোগ এনে তাদের বাড়ির ভাবি মুন্নি বেগম ফারুমাকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর জন্য ঝুলিয়ে রেখেছে। তিনি এ হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসমাইল হোসেন জানান, সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ফারুমা মৃত্যুর বিষয়ে দুই ধরনের তথ্য পেয়েছেন। কেউ কেউ এ ঘটনাকে হত্যা আবার কেউ আত্মহত্যা বলেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ জানান, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে হত্যার কারণ জানা যাবে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- কাজী অফিস নোয়াখালী চৌমুহনী
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
Leave a Reply