Companigonj Noakhali Pic_24_04_2016 (3)
কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুুছাপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীনকে গণ-সংবর্ধনা দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। শনিবার সন্ধ্যায় মুছাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে উক্ত সংবর্ধনায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাহফুজুল হক চৌধুরী।
এতে প্রধান অতিথি ছিলেন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও প্রধান বক্তা ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এএসএম শেখ আবদুল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল।
বক্তব্য রাখেন, সংবর্ধিত চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন, চেয়ারম্যান মোজাম্মেল হোসেন কামরুল, আবদুর রাজ্জাক, ইকবাল বাহার, সংরক্ষিত মহিলা সদস্য নুর জাহান বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহেদুর রহমান তুহিন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাছুম খান প্রমূখ। গণ-সংবর্ধনা শেষে পড়শীসহ শিল্পীদের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।