agun-27.11.15_114996

নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের শান্তিরহাট বাজারে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান, একটি বসতঘর ও একটি পোল্টি ফার্ম পুড়ে অন্তত চার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) বিকেল ৫টায় শান্তিরহাট পূর্ব বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তরা বাংলানিউজকে জানায়, শুক্রবার বিকেল ৫টার দিকে শান্তিরহাট পূর্ব বাজারের পিল্টনের সেলুন থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। আগুন দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিভিয়ে ফেলে।

আন্ডারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা এবিএম ছিদ্দিক   জানান, আগুনে ১৫টি দোকান, একটি বসতঘর ও একটি পোল্টি ফার্ম পুড়ে গেছে।

মাইজদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মাহবুবুল আলম জানান, মাইজদীর একটি ইউনিটের সঙ্গে রামগতির একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো জানা যায়নি।