নোয়াখালী, শিক্ষাঙ্গান | তারিখঃ April 21st, 2016 | নিউজ টি পড়া হয়েছেঃ 290 বার

নিজস্ব প্রতিনিধি:
আইসিটিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার অংশ হিসেবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স (এলআইসিটি) প্রকল্প এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক গতকাল ২০ এপ্রিল ২০১৬ স্বাক্ষরিত হয়। উপাচার্য মহোদয়ের কনফারেন্স কক্ষে ওই স্মারক স্বাক্ষরিত হয়। এসময় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান, উপ-উপাচার্য প্রফেসর ড. মো: আবুল হোসেন, রেজিস্ট্রার প্রফেসর মো: মমিনুল হক ও এলআইসিটি প্রকল্প ব্যাবস্থাপনা বিশেষজ্ঞ জনাব সরকার আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
এলআইসিটি প্রকল্পের পক্ষে যুগ্ম সচিব ও প্রকল্প ব্যবস্থাপনা বিশেষজ্ঞ জনাব সরকার আবুল কালাম আজাদ ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার প্রফেসর মো: মমিনুল হক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সমঝোতা স্মারক অনুযায়ী, এলআইসিটি প্রকল্প কর্তৃক নিয়োজিত যুক্তরাজ্যভিত্তিক আর্নস্ট এন্ড ইয়ং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিয়ে নির্বাচিত হবেন তাদের আইটিতে বিশ্বমানের প্রশিক্ষণ প্রদান করবে। উলেখ্য, আর্নস্ট এন্ড ইয়ং আগামী তিন বছরে আইটিতে ৩০ হাজার মানবসম্পদ তৈরির লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিচ্ছে। এলআইসিটি প্রকল্প থেকে আরো ১০ হাজার তরুণ-তরুণীকে আউটসোর্সিংয়ের প্রশিক্ষণ, দুই হাজার পাঁচশ সরকারি কর্মকর্তাকে ই-গভর্মেন্ট প্রশিক্ষণ এবং বিভিন্ন আইটি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ আরও প্রায় দুই হাজার পাঁচশ জনকে আইটির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
সমঝোতা স্মারক শেষে বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাননীয় উপাচার্য বলেন, আমরা চাই নোবিপ্রবি হবে এ দেশের ক্যাম্ব্রিজ। একটি বাাতিঘর হিসেবে দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে এ বিশ্ববিদ্যালয়ের আবির্ভাব হবে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সর্বত্র অত্যন্ত আন্তরিক হস্তে নিজেদের কার্যক্রম পরিচালনা করছে। নোবিপ্রবিকে জাপান, মালয়েশিয়া ও ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চেয়ে আরো উন্নত শিক্ষা ও গবেষণাবান্ধব করে তৈরি করতে আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- কাজী অফিস নোয়াখালী চৌমুহনী
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
Leave a Reply