নোয়াখালী | তারিখঃ April 18th, 2016 | নিউজ টি পড়া হয়েছেঃ 273 বার

নিজস্ব প্রতিবেদক, জিকেআরটি:
নোয়াখালী: নোয়াখালীতে জেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম ওয়াসিম সহ তিন খুন মামলার আসামীদের ফাঁসির দাবীতে নোয়াখালীর প্রধান সড়কে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ ও মিছিল করে নিহতদের স্বজন ও বিক্ষুদ্ধ জনতা।
সোমবার বেলা ১১টা বিক্ষুদ্ধরা মাইজদী বাজার থেকে মিছিল বের করে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় মাইজদী বাজার এসে প্রধান সড়ক অবরোধ করে এ সময় খুনিদের কুশপুত্তলিকা দাহ করে।
বিক্ষোভকারিরা প্রায় ১ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে পরে নোয়াখালীর জেলা প্রশাসক বদরে মুনীর ফেরদৌস আসামীদেরকে দ্রুত গ্রেফতারের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।
উল্লেখ্য গত ২২ মার্চ রাতে নোয়াখালীর পুরাতন কলেজ এলাকায় জেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম ওয়াসিম, রাজিব ও ইয়াসিন তিন বন্ধুকে গুলি করে আওয়ামী লীগ নেতা কুদরত উল্লার ছেলে সাজু। গুরুতর অবস্থায় তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রাজিবকে মৃত ঘোষণা করেন। জেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম ওয়াসিম পরের দিন ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যু হয়। এরপর একদিন পরে রাতে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইয়াসিন।
এ ব্যপারে নিহত রাজিবের মা শামছুন্নাহার বাদী হয়ে সাজু, তার পিতা কুদরত উল্লা, দুই বোন মুন্নি ও ফরজানা সহ এজাহারে ৮ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ৭-৮ জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন। সাজুর দুই বোন মুন্নি ও ফারজানকে গ্রেপ্তার করে পুলিশ।
জিকেআরটি/১৮এপ্রিল২০১৬
এ বিভাগের অন্যান্য সংবাদ
- কাজী অফিস নোয়াখালী চৌমুহনী
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
Leave a Reply