Noakhali News 18-04-2016 (3).doc (27

নিজস্ব প্রতিবেদক, জিকেআরটি:
নোয়াখালী: নোয়াখালীতে জেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম ওয়াসিম সহ তিন খুন মামলার আসামীদের ফাঁসির দাবীতে নোয়াখালীর প্রধান সড়কে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ ও মিছিল করে নিহতদের স্বজন ও বিক্ষুদ্ধ জনতা।

সোমবার বেলা ১১টা বিক্ষুদ্ধরা মাইজদী বাজার থেকে মিছিল বের করে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় মাইজদী বাজার এসে প্রধান সড়ক অবরোধ করে এ সময় খুনিদের কুশপুত্তলিকা দাহ করে।

বিক্ষোভকারিরা প্রায় ১ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে পরে নোয়াখালীর জেলা প্রশাসক বদরে মুনীর ফেরদৌস আসামীদেরকে দ্রুত গ্রেফতারের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।

20160418_122804

উল্লেখ্য গত ২২ মার্চ রাতে নোয়াখালীর পুরাতন কলেজ এলাকায় জেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম ওয়াসিম, রাজিব ও ইয়াসিন তিন বন্ধুকে গুলি করে আওয়ামী লীগ নেতা কুদরত উল্লার ছেলে সাজু। গুরুতর অবস্থায় তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রাজিবকে মৃত ঘোষণা করেন। জেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম ওয়াসিম পরের দিন ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যু হয়। এরপর একদিন পরে রাতে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইয়াসিন।

এ ব্যপারে নিহত রাজিবের মা শামছুন্নাহার বাদী হয়ে সাজু, তার পিতা কুদরত উল্লা, দুই বোন মুন্নি ও ফরজানা সহ এজাহারে ৮ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ৭-৮ জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন। সাজুর দুই বোন মুন্নি ও ফারজানকে গ্রেপ্তার করে পুলিশ।
জিকেআরটি/১৮এপ্রিল২০১৬