file (1)

কোম্পানীগঞ্জ:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে দলীয় আন্তঃকোন্দলের জের ধরে শাকের (২৪) নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে।

রোববার (১৭ এপ্রিল) দিনগত রাত পৌনে ১২টার দিকে ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ছাড়াভিটা গ্রামে এ ঘটনা ঘটে।

রাত একটার দিকে গুরুতর আহতাবস্থায় শাকেরকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাকের একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ছাড়াভিটা গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড বিএনপির কর্মী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা বাংলানিউজকে জানায়, বিএনপি কর্মী শাকের সম্প্রতি বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়ার ঘোষণা দেয়। এতে দলের অন্য সহকর্মীরা তার উপর ক্ষুব্ধ হয়।

দলীয় আন্তঃকোন্দলের জের ধরে রোববার রাতে স্থানীয় কয়েকজন যুবক নিজ বাড়ি থেকে শাকেরকে ডেকে নিয়ে যায়। পরে বাড়ির পাশের রাস্তায় তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে ওই যুবকরা পালিয়ে যায়।

পরে খবর পেয়ে রাতেই পুলিশ গুরুতর আহতাবস্থায় শাকেরকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ  জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্থানীয় বিএনপির আন্তঃকোন্দলের জেরেই এ হত্যার ঘটনা ঘটেছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।