নোয়াখালী | তারিখঃ April 18th, 2016 | নিউজ টি পড়া হয়েছেঃ 276 বার

কোম্পানীগঞ্জ:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে দলীয় আন্তঃকোন্দলের জের ধরে শাকের (২৪) নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে।
রোববার (১৭ এপ্রিল) দিনগত রাত পৌনে ১২টার দিকে ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ছাড়াভিটা গ্রামে এ ঘটনা ঘটে।
রাত একটার দিকে গুরুতর আহতাবস্থায় শাকেরকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শাকের একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ছাড়াভিটা গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড বিএনপির কর্মী বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা বাংলানিউজকে জানায়, বিএনপি কর্মী শাকের সম্প্রতি বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়ার ঘোষণা দেয়। এতে দলের অন্য সহকর্মীরা তার উপর ক্ষুব্ধ হয়।
দলীয় আন্তঃকোন্দলের জের ধরে রোববার রাতে স্থানীয় কয়েকজন যুবক নিজ বাড়ি থেকে শাকেরকে ডেকে নিয়ে যায়। পরে বাড়ির পাশের রাস্তায় তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে ওই যুবকরা পালিয়ে যায়।
পরে খবর পেয়ে রাতেই পুলিশ গুরুতর আহতাবস্থায় শাকেরকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্থানীয় বিএনপির আন্তঃকোন্দলের জেরেই এ হত্যার ঘটনা ঘটেছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- কাজী অফিস নোয়াখালী চৌমুহনী
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
Leave a Reply