Noakhali Pic-02 (17.04.16)

নিজস্ব প্রতিনিধি:

১৯৭৩ সালে বঙ্গবন্ধুর ঘোষণার বাস্তবায়ন ও নকল নবিশদের চাকুরী স্থায়ীকরণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার দুপুর সাড়ে ১২টায় থেকে ঘন্টাব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিশ) এসোসিয়েশন নোয়াখালী শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিশ) এসোসিয়েশন নোয়াখালী শাখার সভাপতি মো. আবদুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোলায়মান, সদর উপজেলা শাখার সভাপতি কাজী জানিয়াত হোসেন মেহেল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন প্রমুখ।
মানববন্ধনে জেলার ৯টি উপজেলা থেকে তিন শতাধিক নকল নবিশ অংশ নেন। মানববন্ধন শেষে নকল নবিশরা জেলা প্রশাসকের সামনের সড়কে একই দাবিতে মিছিল বের করে।
নিজস্ব প্রতিনিধি/নোয়াখালীর পাতা ডেস্ক/১৭ এপ্রিল ২০১৬