Noakhali News 16-04-2016 Images 01
নিজস্ব প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালীর চাটখিল উপজেলায় ইউনিয়ন নির্বাচন নিরপেক্ষ সন্ত্রাস মুক্ত অবাধ ও সুষ্ঠ করার দাবীতে সংবাদ সম্মেলন শনিবার বেলা ১২টায় নোয়াখালী জেলা আইনজীবি ভবনে অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলন মূল বক্তব্য উপস্থাপন করেন, কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন।

সংবাদ সম্মেলনে চটখিল উপজেলার ৮টি ইউনিয়নে, ধানের র্শীষ প্রার্থী নির্বাচনে প্রচারণার মাইক ভাংচুর ও কর্মীকে মারধর, কর্মীদের হুমকি ধমকি, নির্বাচনি অফিস ভাংচুর, বোমা হামলা, পুলিশে তল্লাশি ও হয়রাহী, উঠান বৈঠক বাধা, নির্বাচনী এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শনসহসহ ৩০টি অভিযোগ করেন সংবাদ সম্মেলনে।

এসময় আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপি সংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আবদুর রহিম, সোনাইমুড়ি উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল সদর উপজেলার বিএনপি’র সভাপতি এড.আবদুর রহমান নেতাকর্মীরা।

আজকে চাটখিল সোনাইমুড়ি জনগন অসহায়, প্রধানমন্ত্রী আসে একটা কথা বলতেন ৯৬ সালে, আমার ভোট আমি দিবো যাকে খুশি তাকে দিবো, এজন্যই বাংলাদেশে নিরাপেক্ষ নির্বাচন দরকার, আজ সারা বাংলাদেশের মানুষের দাবি যাকে খুশি তাকে দিবে, এ ব্যবস্থা গ্রহন করুন। নির্বাচন কমিশন আগ্গাবহ নির্বাচনে সংবিধানিক দায়িত্ব তারা সুষ্ঠ, নিরপেক্ষ ও সন্ত্রাস মুক্ত নির্বাচন করা। আজকে নির্বাচন কমিশন সম্পূন্ন ব্যর্থ তারা। আমরা দাবী করছি চাটখিল, সোনাইমুড়ির নির্বাচন যেন সুষ্ঠ, নিরপেক্ষ এবং সন্ত্রাস বিহীন নির্বাচন যেন হয় সেটা নির্বাচন কমিশনার কাছে দাবী করছি। যদি চাটখিল সোনাইমুড়ি নয় সারা বাংলাদেশে আগামি ২৩ তারিখের যে নির্বাচন হবে এ নির্বাচন যদি নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করতে যদি ব্যর্থ হয়, অক্ষম হয় এবং সরকার তাদের সরকারি কর্মকর্তাদেরকে নিরপেক্ষ না রাখতে পারে আমি আজকে দাবি করবো নির্বাচন কমিশনার পদত্যাগ দাবী করছি। সঙ্গে সঙ্গে সরকারে পদত্যাগ দাবি করছি। যে সরকার বাংলাদেশে ইউপি নির্বাচনের মত নির্বাচন সুষ্ঠু করতে পারে না সে সরকারের ক্ষমতায় থাকার অধিকার নাই। বাংলাদেশের জনগন ক্ষমতায় দেখতে চায় না।