
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বাঙ্গালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ উৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে বসুরহাট পৌরসভা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শেষ হয়।
শোভাযাত্রা শেষে বৈশাখী উৎসবের আহ্বায়ক ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সভাপতিত্বে দিনব্যাপী বৈশাখী উৎসব উদ্বোধন করেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল। পরে বসুরহাট পৌরসভার মিলনায়তনে পান্তা-ইলিশের আয়োজন করা হয়েছে।
এদিকে দুপুর ১২টায় বৈশাখী উৎসবে আগত ও কোম্পানীগঞ্জবাসীর সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি কোন রাজনৈতিক বক্তব্য না দিয়ে কেবল সবাইকে নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি রেয়াজুল হক লিটন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম তানভীর, সহ-সভাপতি সাইফুল হাসান রনি, বৈশাখী উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব শহীদ উদ্দিন বাবুল, কোম্পানীগঞ্জ উদ্দীচী শিল্পিগোষ্ঠির সভাপতি কাউন্সিলর হারুন অর রশীদ শাহেদ, ব্যঞ্জণা খেলাঘর আসরের সভাপতি মানিক লাল মজুমদার, সাধারণ সম্পাদক ও পৌরসভা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন মুক্তা, যুগ্ম সম্পাদক মহি উদ্দিন লিপু, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুন্না, বসুরহাট পৌরসভা ছাত্রলীগের সভাপতি শওকত আজিম জাবেদ প্রমূখ।
বৈশাখী উৎসব উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানে ব্যাঞ্জণা খেলাঘর আসর, কোম্পানীগঞ্জ কবিতা পরিষদ, সংগীত বিদ্যালয় ও মুক্ত সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- কাজী অফিস নোয়াখালী চৌমুহনী
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
Leave a Reply