Companigonj Noakhali Boshaik Pic- (9)

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বাঙ্গালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ উৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে বসুরহাট পৌরসভা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শেষ হয়।

শোভাযাত্রা শেষে বৈশাখী উৎসবের আহ্বায়ক ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সভাপতিত্বে দিনব্যাপী বৈশাখী উৎসব উদ্বোধন করেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল। পরে বসুরহাট পৌরসভার মিলনায়তনে পান্তা-ইলিশের আয়োজন করা হয়েছে।

এদিকে দুপুর ১২টায় বৈশাখী উৎসবে আগত ও কোম্পানীগঞ্জবাসীর সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি কোন রাজনৈতিক বক্তব্য না দিয়ে কেবল সবাইকে নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি রেয়াজুল হক লিটন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম তানভীর, সহ-সভাপতি সাইফুল হাসান রনি, বৈশাখী উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব শহীদ উদ্দিন বাবুল, কোম্পানীগঞ্জ উদ্দীচী শিল্পিগোষ্ঠির সভাপতি কাউন্সিলর হারুন অর রশীদ শাহেদ, ব্যঞ্জণা খেলাঘর আসরের সভাপতি মানিক লাল মজুমদার, সাধারণ সম্পাদক ও পৌরসভা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন মুক্তা, যুগ্ম সম্পাদক মহি উদ্দিন লিপু, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুন্না, বসুরহাট পৌরসভা ছাত্রলীগের সভাপতি শওকত আজিম জাবেদ প্রমূখ।
বৈশাখী উৎসব উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানে ব্যাঞ্জণা খেলাঘর আসর, কোম্পানীগঞ্জ কবিতা পরিষদ, সংগীত বিদ্যালয় ও মুক্ত সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।