নোয়াখালী | তারিখঃ April 14th, 2016 | নিউজ টি পড়া হয়েছেঃ 324 বার

নিজস্ব প্রতিনিধি:
১৪২৩ নতুর বছরের নতুন সূর্য উকিঁ দিতেই উৎসব প্রিয় নোয়াখালীর মানুষ নানা আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরন করতে শুরু করে। সকাল ৯টায় জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোট এর উদ্দ্যোগে বের হয় ম্ঙ্গল শোভাযাত্রা। যাত্রাটি জেলা প্রশাসন কার্যালয় থেকে শুরু করে শহীদ মিনার ও মুক্তমঞ্চ হয়ে শিল্পকলা একাডেমি যেয়ে শেষ হয়। শোভাযাত্রায় সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নৌকাবাইচ, বেদের বহর, বাংলার লাঠিয়াল, বাংলার বাউল, বরযাত্রাসহ নানান সাজে সেজে নতুন বছরকে বরন করে নেয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় শহীদ মিনার বিজয়মঞ্চ প্র্ঙ্গানে বাংলা নতুন বছরকে বরন করতে ১লা বৈশাখ থেকে ১০ বৈশাখ পর্যন্ত ১০ দিন ব্যাপী আয়োজন করে বৈশাখী উৎসব। উৎসবে অন্যান্য অনুষ্ঠানের মধ্যে আছে লোকগান, আঞ্চলিক গান, লোকজ খেলা, লোকনৃত্য, পুঁথি পাঠ, কবিতা পাঠ, আবৃত্তি, নাটকসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।
জেলার প্রধান বানিজ্যিক নগরী চৌমুহনীতে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে ম্ঙ্গলশোভা যাত্রা বের হয়। শোভাযাত্রাটি পাবলিক হল মিলনায়তন থেকে বের হয়ে টেকনিক্যাল স্কুলে যেয়ে শেষ হয়। চলে দিনব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া অন্যান্য উপজেলায় পিঠা উৎসব, লাঠিখেলা, গ্রামীনমেলাসহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরকে বরন করে নেয়।
তবে শহরের ব্যবসায়ীরা বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ববসায়ীরা সকাল থেকে মন্দিরে মন্দিরে ভিড় করে পুরোহিতের মাধ্যমে পুজো দিয়ে খাতাযাত্রা শুরু করেন। অন্যদিকে মুসলিম ব্যবসায়ীরা তাদের দোকানে মিলাদ, দোয়া ও মোনাজাতের মাধ্যমে নতুন বছরের নতুন দিনটি শুরু করেন। ব্যবসায়ীরা এ দিনটিতে ক্রেতাদের মিষ্টিমুখ করিয়ে থাকেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- কাজী অফিস নোয়াখালী চৌমুহনী
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
Leave a Reply