unnamed

নোবিপ্রবি প্রতিনিধি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের নবম ব্যাচের গত ৬ই এপ্রিল বুধবার থেকে ১০ই এপ্রিল রবিবার পর্যন্ত এক ইন্ডাষ্ট্রিয়াল ট্যুর সম্পন্ন হয়|
ইন্ডাষ্ট্রিয়াল ট্যুরে তারা প্রথম প্রদর্শন করে উসমানিয়া গ্লাস ফেক্টরি এরপর প্রদর্শন করে টি এস পি সুপার কমপ্লেক্স ও কর্নফুলী পেপার মিল|
এ ব্যাপারে নবম ব্যাচের এক শিক্ষার্থীর সাথে কথা বললে সে বলে আমাদের কোর্সের একটা অংশ এই ইন্ডাষ্ট্রিয়াল ট্যুর তাই প্রত্যেক ইন্ডাষ্ট্রিয়াল ট্যুর আমাদের জন্য অনেক আনন্দদায়ক কারন আমরা এখানে ইন্ডাষ্ট্রি প্রদর্শনের কারনে অনেক কিছু দেখতে পারি এবং শিখতে পারি | 
এরপর তারা দুইদিন ইন্ডাষ্ট্রি প্রদর্শন শেষে চলে যায় সমুদ্র সৈকত কক্সবাজার ! এবং কক্সবাজারে তারা দুইদিন  অবস্থান করে |