file

সেনবাগ প্রতিনিধি:

সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নে ৩টি দোকানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে এসব দোকানে থাকা মূল্যবান মালামাল পুড়ে অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ও নাইটগার্ডের অভিযোগ স্থানীয় কয়েকজন ওই দোকানগুলোতে আগুন দিয়েছে।

রোববার রাত সাড়ে ৩টার দিকে নবীপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রাতে কয়েকজন দুর্বৃত্ত নবীপুর বাজারে এসে মানিক ফলের আড়ৎ, ছরোয়ার স্টেশনারি ও আবুল কালামের সবজির আড়ৎয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা এসে আগুন নেভায়।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল বলেন, ‘আগুনে তিনটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। বাজারের নাইটগার্ড দোকানে আগুন দেয়া দুর্বৃত্তদের চিনতে পেরেছে বলে আমাদের জানিয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’