1460205287
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় শুক্রবার গভীর রাতে ডাকাত সন্দেহে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— ফেনী জেলার সোনাগাজী উপজেলার পশ্চিম চরদরবেশ গ্রামের ওজি উল্যাহর ছেলে মাঈন উদ্দিন (৩০) ও একই গ্রামের এনামুল হকের ছেলে কোরবান আলী সাহিন (১৯)।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান সাজিদ বলেন, মাঈন উদ্দিনের বিরুদ্ধে সোনাগাজী থানায় অস্ত্র আইনে মামলা রয়েছে। কোম্পানীগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ রয়েছে।