12931244_557663841079352_8682508170964222726_n

চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নে দুই মাথাওয়ালা এক অদ্ভুত মানব শিশুর জন্ম নেয়ার ঘটনায় এলাকায় তোলপাড় সৃস্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার মধ্যরাতে। স্থানীয় ইউনিয়ন পরিষদের নারী সদস্য নাজমা বেগম বিষয়টি নিশ্চিত করে জানান,পশ্চিম দেলিয়াই গ্রামের রাবেয়া বেগম শনিবার সকালে তার বাবার বাড়িতে এমন অদ্ভুত শিশুটির জন্ম দেন। রাবেয়ার স¦ামী আবুল কাশেম একজন হোটেল শ্রমিক। প্রত্যক্ষদর্শী আমির খান জানান, শিশুটির দুটি মাথা এবং মাথার মধ্যে এক ধরনের হালকা কালো বস্তুও রয়েছে। তার হৃদপিন্ডটিও শরীরের বাহিরে অবস্থানে দেখা যাচ্ছে। এমন অদ্ভুত শিশুর জন্ম নেয়ার ঘটনা ছড়িয়ে পড়লে উৎসুক জনতা একনজর দেখার জন্য রাবেয়াদের বাড়িতে ভীড় করে।