file (1)

মার্কিন সেনাবাহিনী গত বৃহস্পতিবার প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া দ্বীপপুঞ্জের ফানাডিক দ্বীপ থেকে তিন নাবিককে উদ্ধার করেছে। গত তিন দিন ধরে তারা ওই দ্বীপটিতে আটকা পড়েছিলেন। শেষে উজ্জ্বল রংয়ের একটি পাম গাছের পাতায় ‘হেল্প’ লিখে সৈকতে রেখে দেন। হেলিকপ্টার থেকে ওই পাতাটি মার্কিন উদ্ধারকারী দলের নজরে পড়লে তারা তাদের উদ্ধার করে।

বিবিসি বলছে, ওই তিন ব্যক্তি গত সোমবার প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া দ্বীপপুঞ্জের পুলাপ এলাকা থেকে নৌ অভিযানে বেরিয়েছিলেন। কিন্তু কিছুদূর যাওয়ার পর সাগরে তাদের নৌকাটি ডুবে যায়। সারারাত সাঁতার কেটে শেষে তারা ফানাডিক দ্বীপে গিয়ে ওঠেন। নির্জন দ্বীপ থেকে উদ্ধারের কোনো উপায় না পেয়ে শেষে উজ্জ্বল রংয়ের একটি পাম গাছের কিছু পাতা কেটে নেন। এরপর সেগুলো দিয়েই সমুদ্র সৈকতে ‘হেল্প’ বা সাহায্য শব্দটি বড় করে লিখে সাজিয়ে রাখেন।

এদিকে ওই তিন নাবিকের নিখোঁজ হওয়ার খবর পেয়ে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে মার্কিন নৌবাহিনী। অভিযান শুরু করার মাত্র দু ঘণ্টা পরেই নিজেদের তল্লাশি বিমান থেকে হেল্প লেখাটি তাদের নজরে আসে। এরপরই তারা দ্বীপে গিয়ে তিন নাবিককে তুলে আনে। প্রত্যন্ত ওই নির্জন দ্বীপ থেকে ফিরে আসার পর তাদের খুশী আর দেখে কে!