নোয়াখালী | তারিখঃ April 10th, 2016 | নিউজ টি পড়া হয়েছেঃ 290 বার

নোয়াখালী সদর উপজেলার ১০নং অশ্বদিয়া ইউনিয়নে ৮নং ওয়ার্ডের পূর্ব ধুমচর গ্রামে সৈয়দ মেম্বারের বাড়ীতে ঘটে এক অলৌকিক ঘটনা। পানির টিউবয়েল থেকে মানুষের কন্ঠে বেরিয়ে আসে আল্লাহ আল্লাহ শব্দ।
আমরা যদিও পূর্বে শুনেছিলাম পাখির কন্ঠে, মোরগের কন্ঠে, এবং বিভিন্ন প্রকারের জীব জন্তুর কন্ঠে আল্লাহ শব্দ। কিন্তু জীব বিহীন কোন বস্তুর মধ্য থেকে এই ধরণের অলৌকিক ঘটনা আর শুনা যায় নি।
ঘটনার খবর পেয়ে অত্র প্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন কালে বাড়ীর মালিক সৈয়দ আহাম্মদ (৮০) জানান, আমার বাড়ীতে ব্যবহারকৃত পানির কলের ভিতর থেকে আজ থেকে এক মাস আগে ভোর ৪টার সময় আল্লাহ আল্লাহ শব্দ বেরিয়ে আসে।
ঐ সময় আমার ফ্যামিলির সকলে এই আওয়াজ শুনতে পান। বাহিরের মানুষকে ঘটনাটা জানাই নাই। মানুষ মশকরা করবে এবং পাগল বলবে তাছাড়া কেউ বিশ্বাস করবে না। হঠাৎ করে গত ৬ এপ্রিল রাত ১১ ঘটিকার সময় কল থেকে পানি নেমে যাওয়ার একটা শব্দ আসে। তখন দৌড়ে এসে দেখি পানি ভর্তি কল কিন্তু ভিতর থেকে স্পষ্ট আকারে আল্লাহ আল্লাহ আওয়াজ আসছে।
তৎক্ষনাৎ আমি আমার বাড়ীর সকলকে ডেকে নিয়ে আসি এবং আশ পাশের লোকজনকে জানাই। সাথে সাথে মোবাইলে ভয়েজ রেকর্ড করে নিলাম। যা এখন এই প্রতিনিধির কাছে রয়েছে। এই শব্দটা প্রায় ১০ মিনিট পর্যন্ত থাকে তারপর আবার বন্ধ হয়ে যায়। খবর পেয়ে এলাকার মানুষ ভিড় জমান। কিছু মানুষ টিউবয়েলকে সালাম করে এবং নিয়ত করে পানি পান করেন। তখন বাড়ীর মালিকগণ সকলকে এই ধরণের কাজ করার জন্য নিষেধ করেন।
এবং তারা একজন আলেমের সাথে আলাপ করলে তিনি এসে ব্যাপারটা দেখবেন বলে জানান। এই নিয়ে এলাকার লোকজনের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- কাজী অফিস নোয়াখালী চৌমুহনী
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
Leave a Reply