নোয়াখালী | তারিখঃ April 9th, 2016 | নিউজ টি পড়া হয়েছেঃ 277 বার

নোবিপ্রবি প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ২৫তম সভা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামানের সভাপতিত্বে শনিবার দুপুর ১২টায় উপাচার্য মহোদয়ের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় নোয়াখালী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব একরামুল করিম চৌধুরী ও নোয়াখালী-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো: মামুনুর রশীদ কিরণসহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো: আবুল হোসেন, পাবলিক সার্ভিস কমিশনের সদস্য প্রফেসর ড. শরীফ এনামুল কবির, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক প্রফেসর ড. নুরুল ইসলাম নাজেম, নোয়াখালী সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি এসিসিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ মিঞা ও ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক জনাব মুহাম্মদ মুশফিকুর রহমান এবং রেজিস্ট্রার প্রফেসর মো: মমিনুল হক।
সভার শুরুতে মাননীয় উপাচার্য সম্প্রতি একনেকে বিশ্ববিদ্যালয়ের দুইশত আটত্রিশ কোটি আটচল্লিশ লক্ষ টাকার প্রকল্প অনুমোদন করায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনাকে রিজেন্ট বোর্ডের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সভায় নিয়মিত ও গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভার পূর্বে নোয়াখালী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য, রিজেন্ট বোর্ডের সম্মানিত সদস্য ও বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সম্মানিত উপদেষ্টা
একরামুল করিম চৌধুরী ও নোয়াখালী-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও রিজেন্ট বোর্ডের সম্মানিত সদস্য জনাব মো: মামুনুর রশিদ কিরণকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, স্বাধীনতা শিক্ষক পরিষদ ও বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। মাননীয় সংসদ সদস্য জনাব একরামুল করিব চৌধুরী বঙ্গবন্ধু পরিষদের সদস্যদেরকে তাঁদের সাথে প্রতিষ্ঠানের উন্নয়ন অগ্রগতিসহ সর্বোপরি দেশের উন্নয়নে একযোগে কাজ করে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন। পরিশেষে মাননীয় এমপি ক্যাম্পাসে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করেন। এ সময় বঙ্গবন্ধু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- কাজী অফিস নোয়াখালী চৌমুহনী
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
Leave a Reply