Photo Sonaimuri

সোনাইমুড়ী প্রতিনিধি:
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের মেধাবী ছাত্রী সোহাগী জাহান তনু ধর্ষন, হত্যার প্রতিবাদ ও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোনাইমুড়ী প্রেসকাবের উদ্যেগে বাইপাস মোড়ে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
শনিবার সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন সোনাইমুড়ী প্রেসকাব সভাপতি গোলাম রহমান দূর্জয়, সাধারণ সম্পাদক বেলাল হোছাইন ভূঁইয়া, সিনিয়র সহ সভাপতি মুক্তিযোদ্ধা এম এ মতিন, সহ সভাপতি আবুল কাশেম শামছুদ্দিন, দপ্তর সম্পাদক আনোয়ার বারী পিন্টু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ সাধারণ সম্পাদক শাহজাহান আলম, সদস্য ইয়াকুব আল মাহমুদ, জাহাঙ্গীর কবির বাবু, সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগ সভাপতি দেলোয়ার হোসেন সুজন, উপজেলা ছাত্রদল সভাপতি মোস্তাফিজুর রহমান ভুঁইয়া, কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো: রিয়াদ, সঙ্গীতা একাডেমীর পরিচালক রণজিৎ দাস শেখর, সোনাইমুড়ী মডেল উচ্চ বিদ্যালয় শিক্ষক মো: বিপ্লব, কামরুজ্জামান স্কুল এন্ড কলেজের শিক্ষক মো: জিহাদ, উদয়ন স্কুল এন্ড কলেজের শিক্ষক আবু ইউছুফ প্রমূখ। মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশগ্রহন করেন, সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদ্রাসা, মডেল উচ্চ বিদ্যালয়, রেসিডেন্সিয়াল মডেল স্কুল, কামরুজ্জামান স্কুল এন্ড কলেজ, লাইফ শাইন স্কুল, উদয়ন স্কুল এন্ড কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রী এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট, সঙ্গীতা একাডেমী, বাংলা সাংস্কৃতিক জোট, নির্যাতন বিরোধী ছাত্র জোটের নেতৃবৃন্দ।