DSC01054

সেনবাগ প্রতিনিধি:
আগামী মাসে অনুষ্ঠেয় নোয়াখালীর সেনবাগ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে সেনবাগ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আজ সন্ধ্যায় সেনবাগ উপজেলা অডিটোরিয়ামে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব জাফর আহম্মেদ চৌধুরীর সভাপতিত্বে ও জাকারিয়া আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-২ (সেনবাগ) আসনের সংসদ সদস্য ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোরশেদ আলম।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংকের পরিচালক ড. জামাল উদ্দিন আহমেদ এফসিএ, লায়ন জাহাঙ্গীর আলম মানিক। এতে বক্তব্য রাখেন, প্রকৌশলী সাখাওয়াত হোসেন দুলাল, কেন্দ্রীয় আওয়ামীলীগ সহসভাপতি জাকির হোসেন জুয়েল, কেন্দ্রীয় যুবলীগ নেতা ওমর ফারুক, ছাত্রলীগ নেতা ইকবাল বাহার চৌধুরী, মাজেদুল হক তানভীর প্রমুখ।