Photo Sonaimuri 4
বেলাল হোছাইন ভূঁইয়া, সোনাইমুড়ী প্রতিনিধি:

“ভূমি বিষয়ে জানব দূর্নীতি প্রতিরোধ করব” এ শ্লোগানকে সামনে রেখে সোনাইমুড়ীতে বুধবার বিকেলে উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে ভূমি সেবা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে একটি র‌্যালী সোনাইমুড়ী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনাইমুড়ী উপজেলা গেইটে এসে শেষ হয়। পরে উপজেলার বীর মুক্তিযোদ্ধা মুজাফফর হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস। উপজেলা নির্বাহী অফিসার ড.রহিমা খাতুনের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নিকারুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সোনাইমুড়ী উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল, ভাইস চেয়ারম্যান সাহাব উদ্দিন, পারভিন আক্তার বেবী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী হানিফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মাওলা, সোনাইমুড়ী প্রেসক্লাব সাধারণ স¤পাদক বেলাল হোছাইন ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বদরে মুনির ফেরদৌস মোবাইল এপসের উদ্বোধন করেন।

এর আগে দিবসটি উপলক্ষে দুপুর ২টার দিকে সোনাইমুড়ী পৌর ভূমি সহকারী কর্মকর্তা ফারুক হোসেনের নেতৃত্বে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহকারী পৌর ভূমি উপসহকারী জাহানারা আক্তার, করিম উল্যা, দলিল লেখক আনিসুর রহমান চৌধুরী, অফিস সহকারী সুজন চন্দ্ররায়, ফারুক হোসেন, নিলুফা ইয়াছমিন ও ব্যবসায়ী আব্দুল হাই জাকারিয়া।

এদিকে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সোনাইমুড়ীর জয়াগ ইউনিয়ন ভূমি অফিসে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে সকাল ১১টার দিকে ইউনিয়ন ভূমি সহকারী হাফিজ উদ্দিনের সভাপতিত্বে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার গণ্যমান্য ব্যাক্তি ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

অপরদিকে বজরা ইউনিয়ন ভূমি অফিসে ভূমি সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন ভূমি সহকারী আলতাফ হোসেনের নেতৃত্বে র‌্যালীতে উপস্থিত ছিলেন, সহকারী তহশিলদার মলিন পাল, বজরা দক্ষিণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিউলী লালা ও সহকারী শিক্ষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
একই দিনে ২নং নদনা ইউনিয়ন ভুমি অফিসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন ভূমি সহকারী নুরুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি হারুনুর রশিদ, মোঃ ওসমান ও শহিদ উল্যা।