Kabirhat Noakhali Pic-06_03_2016(2)

আবু বক্কর ছিদ্দিক, কোম্পানীগঞ্জ প্রতিনিধি,

নোয়াখালীর কবিরহাট উপজেলায় বুধবার সকালে ভুমি সেবা সপ্তাহ পালিত হয়েছে। উপজেলা রাজস্ব প্রশাসন ও চাপরাশিরহাট ইউনিয়ন ভূমি অফিসের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাপরাশিরহাট ইউনিয়ন ভূমি অফিস মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা চাপরাশিরহাট ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম।

চাপরাশিরহাট ইউনিয়নের ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কবিরহাট উপজেলা ভূমি অফিসের কানুনগো অহিদুল ইসলাম ভূঁঞা, ৫নং চাপরাশিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহি উদ্দিন টিটু, সেবা প্রত্যাশি কোসার নবী, অফিস সহকারী মোঃ হানিফ প্রমূখ।