syria20160404065017

আন্তর্জাতিক ডেস্ক :

সিরিয়ার ইদিব প্রদেশে বিমান হামলায় আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠী নুসরা ফ্রন্টের ২০ জঙ্গি নিহত হয়েছে। বিমান হামলায় সংগঠনটির মুখপাত্র আবু ফিরাস আল সুরি নিহত হয়েছেন। দেশটিতে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।

তবে ওই বিমান হামলা কারা চালিয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

সিরিয়ার সরকার ও বিদ্রোহীদের মধ্যে অস্থায়ী অস্ত্রবিরতির সময়ই এই হামলার ঘটনা ঘটেছে। অবশ্য এই অস্ত্রবিরতির আওতায় নেই নুসরা ফ্রন্ট ও ইসলামিক স্টেট।