আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তৃণমূলে মনোনীত প্রার্থীদের নামের তালিকা ১৫ ফেব্রুয়ারির মধ্যে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে পাঠাতে বলেছে আওয়ামী লীগ।

গত ১৯ জানুয়ারি প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের ইউনিয়ন পরিষদ নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়।

শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী ইউপি নির্বাচনের প্রার্থী মনোনয়ন দিতে জেলা, উপজেলা ও যে ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সমন্বয়ে ছয় সদস্যের নির্বাচনী বোর্ড গঠিত হবে।

এই নির্বাচনী বোর্ডের কাছে ইউনিয়ন কমিটি একজন প্রার্থীর নাম সুপারিশ করবে। তবে ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বর্ধিত সভা করে এ সুপারিশ করবে ইউনিয়ন আওয়ামী লীগ।

ইউনিয়ন কমিটির সুপারিশকৃত প্রার্থীকে চূড়ান্ত মনোনয়ন দেবে জেলা নির্বাচনী বোর্ড। বোর্ডের ছয় সদস্যের স্বাক্ষর মনোনীত প্রার্থীর তালিকা দলীয় সভাপতি শেখ হাসিনার কার্যালয়ে পাঠাতে হবে।

আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা) দফতর বরাবর তালিকা পাঠাতে হবে।

এ তালিকা থেকে স্থানীয় সরকার/ইউনিয়ন পরিষদ মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান শেখ হাসিনা প্রার্থীর নাম ও প্রতীক বরাদ্দ করবেন।