পৃথিবীতে বিলুপ্ত প্রায় প্রাণীদের সংখ্যা কম নয়। কোন প্রজাতির প্রাণী সংখ্যা ৫ হাজারের নিচে নেমে আসলে সেটা বিলুপ্ত প্রায় প্রাণীর তালিকায় ফেলা হয়। এই মুহূর্তে পৃথিবীর বিলুপ্ত প্রায় প্রাণীর তালিকায় রয়েছে প্রায় ৪১ হাজার ৪শ’ ১৫টি প্রজাতি। এই প্রাণীরা পৃথিবীময় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ইন্দোনেশিয়ার গবেষকরা সম্প্রতি ক্যামেরাবন্দী করেছেন তাদের দেশের এরকম কিছু দুর্লভ ও বিলুপ্ত প্রায় প্রাণীদের।

৩০ দিনেরও বেশি সময় ধরে চলা এই গবেষণায় ২৯টি প্রজাতির ছবি তোলা হয়েছে বাটাং গ্যাডিস ন্যাশনাল পার্কে, দক্ষিণ সুমাত্রা, ইন্দোনেশিয়ার পার্ক এবং আন্তর্জাতিক সংরক্ষণ কেন্দ্র ঘুরে। ক্যামেরাবন্দী করা হয়েছে বিলুপ্ত প্রায় সুমাত্রার বাঘ, সুন্দা প্যাঙ্গোলিন, এশিয়াটিক বন্য কুকুর, সুমাত্রার ক্লাউডেড চিতা, খুবই দুর্লভ মালয়ান তাপির, চার পাঁচ প্রকারের সুমাত্রার বনবিড়াল, তামা রঙ্গা লেজ বিশিষ্ট ময়ূর এবং সালভাদরি রঙ্গিন পাখি। এই দুর্লভ প্রাণীদের কিছু ছবি নিচে তুলে ধরা হলো :

শুকর লেজো ম্যাকাও বানর (ম্যাকাকা নেমেসট্রিনা)
সান ভাল্লুক(হেলারকটস মালায়ানুস)
সাম্বার হরিণ (রুসা ইউনিকালার)
এশিয়ান সোনালি বিড়াল(ক্যাটোপুমা তেম্মিঞ্চকি)
দ্যা স্ট্রাইকিং মালয়ান তাপির (তাপিরাস ইন্ডিকাস)
 দ্যা সুমাত্রান সেরু ছাগল-এনটিলোপ (ক্যাপরিকর্নিস সুমাত্রায়েনসিস)
 গ্রেট আরগুস ময়ূর (আরগুসিয়ান্স আরগুস)
এশিয়ান সোনালি বিড়াল (ক্যাটোপুমা তেম্মেঞ্চকি)
মালায়ান সজারু (হিস্ট্রিক্স ব্রাছায়ুরা)
মারব্লেড বিড়াল (পারডোফেলিস মারমোরাটা)
দ্যা সুমাত্রান মুন্টজ্যাক কুকুর (মুনটিইয়াকুস মনটানুস)
সাল্ভাদরি রঙ্গিন পাখি (লফুরা ইনোরনাতা)
সুমাত্রান বাঘ (প্যান্থেরা টাইগ্রিস সুমাত্রা)
বন্য শুকর (সুস স্ক্রোফা)
সুন্দা ক্লাউডেড চিতা (নিওফেলিস দিয়ারদি)
দ্যা সুন্দা প্যাঙ্গলিয়ান (ম্যানিস জাভানিকা)
 পেইল জায়ান্ট কাঠবিড়ালী (রাতুফা আফিনিস)