12472833_1009863539050659_8738817883553337617_n

নিজস্ব প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে দুর্ঘটনায় রাকিব হোসেন রকি (১৮) নামে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় তার সঙ্গে থাকা আরো দুইজন গুরুতর আহত হন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চৌমুহনী-ফেনী মহাসড়কের ছমিরমুন্সিরহাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব হোসেন রকি চৌমুহনী ক্যাবল অপারেটর ও  চৌমুহনী গনিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ব্যবসায়ী হাজী দুলাল মিয়ার ছোট ছেলে।

এলাকাবাসীরা জানান, নিহত রাকিব হোসেন রকি ও তার দুই বন্ধু রাতে মোটর সাইকেল চালিয়ে সেনবাগে একটি সামাজিক অনুষ্ঠানে যাচ্ছিলেন। পতিমধ্যে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছমিরমুন্সির হাট এলাকায় একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে চিকিৎসকের কাছে নেয়া হলে রকিকে মৃত ঘোষণা করেন ডাক্তার। রকির মোটর সাইকেলে থাকা ওই দুই বন্ধু হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন রয়েছে।

এদিকে দুর্ঘটনায় ছোট ছেলের মৃত্যুর খবরে দুলাল মিয়ার পরিবারে শোকের ছায়া নেমে আসে। আদরের সন্তানকে হারিয়ে বাবা-মা বার বার জ্ঞান হারিয়ে ফেলছেন।