বিজ্ঞান প্রযুক্তি | তারিখঃ April 2nd, 2016 | নিউজ টি পড়া হয়েছেঃ 491 বার

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক,
পহেলা এপ্রিলে চালু হওয়া ‘মাইক ড্রপ’ অপশনটি গ্রাহকদের নেতিবাচক প্রক্রিয়াতে সরিয়ে নিলো গুগল। নতুন এই অপশনটিতে অতিরিক্ত একটি ‘সেন্ড’ বাটন যুক্ত হয়েছিল, যা দিয়ে জিমেইল ব্যবহারকারীরা হঠাৎ করে ইমেইল কনভারসেশন শেষ করতে পারতো ‘ড্রপিং দ্য মাইক’ এ ক্লিক করে।
‘সেন্ড+ মাইক ড্রপ’ অপশন ব্যবহার করে সবাইকে ইমেইল পাঠানো যাবে তবে এই কনভারসেশনে এটি হবে শেষ মেইল। কেউ যদি মেইলের জবাবও দেয়, আপনি আর সে মেইল দেখতে পাবেন না।’ এমন একটি বার্তা দেখাচ্ছিল জিমেইলে।
‘মাইক ড্রপ’ একটি জনপ্রিয় মেমে। এর মানে বুঝায় বক্তব্য শেষে মাইক্রোফোন রেখে দেয়া এবং এরপর বিশেষ মুখভঙ্গি।
গুগলের ওই বাটনে প্রেস করলে ইমেইল হিসেবে একটি অ্যানিমেটেড ‘মাইক ড্রপ’ মিনিয়ন জিআইএফ ইমেজ চলে যেতো। এরপর ইমেইল আদান প্রদান নিস্তব্ধ হয়ে যেতো। যাকে মেইল পাঠানো হয়েছে তিনি মেইলের উত্তর দিলেও কোনো নোটিফিকেশন ছাড়া মেইলটি ‘অল মেইল’ ফোল্ডারে জমা হতো। এই ফোল্ডারটি সচরাচর ব্যবহারকারীরা খোলেন না।
এই অপশন চালু হওয়ার পর জিমেইল গ্রাহকরা বন্ধুদের কাছে হয়েছে অপমানিত। অনেকে হারিয়েছে শখের চাকরি। অনেকে হয়েছেন সহকর্মীর বিরক্তির কারণ। গ্রাহকদের তীব্র প্রতিক্রিয়াতে চালু করার কয়েক ঘণ্টার মধ্যে গুগল এই অপশনটি বন্ধ করে দেয়।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, ‘এটি অনেকটা আমাদের এই বছরে মজা করার একটি উপলক্ষ। তবে নতুন এই অপশনটি হাসির কারণ হওয়ার থেকে মানুষের মাথাব্যথার কারণ হয়েছে বেশি। আমরা আন্তরিকভাবে দুঃখিত। ইতোমধ্যে এই অপশনটি বন্ধ করা হয়েছে। কেউ যদি এখনও অপশনটি দেখতে পান, তাহলে তাদেরকে জিমেইল পেইজ রিলোড করার অনুরোধ করা হলো।’
তবে এই মজা করার ব্যাপারটি থেকে রক্ষা পেয়েছিল জিমেইলের বিজনেস গ্রাহক এবং এক্সপ্লেইনড ব্যবহারকারীরা। তাদের আগেই সতর্ক করা হয়েছিল এই বাটন সম্পর্কে।
ব্যবহারকারীরা প্রতিক্রিয়ায় জানিয়েছে, অনেকের কাছে জিআইএফ ইমেজটি বিরক্তিকর মনে হয়েছে, কেউ অনেক গুরুত্বপূর্ণ অফিসিয়াল মেইল ভুল করে ২০/৩০ জনের কাছে পাঠিয়ে দিয়ে পড়েছেন বিপদে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- কাজী অফিস নোয়াখালী চৌমুহনী
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
Leave a Reply