
সারাদেশে দ্বিতীয় দফায় ৬৩৯ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এবারই প্রথম প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দেশের বিভিন্ন ইউনিয়নে ব্যালট ছিনতাই, জোট করে কেন্দ্র দখল ও কারচুপির অভিযোগে চেয়ারম্যান প্রার্থীরা ভোট বর্জন করছেন।
নোয়াখালী : জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মতিন তোতা ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার পৌনে ৯টার দিকে ৪নং চরলেংতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ওই প্রার্থীর স্ত্রীর ব্যালট ছিনতাই করা নৌকায় সিল দেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করে এ ভোট বর্জনের ঘোষণা দেন।
চাঁদপুর : চাঁদপুরের হাইমচর উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থী ও ১২ সদস্য প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। তাদের ভোটার ও সমর্থকদের কেন্দ্রে যেতে বাধা দেয়ায় রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়ে ভোট বর্জন করেন এসব প্রার্থী।
ঝিনাইদহ : জেলার মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ ভোট কারচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দেন। সকাল সোয়া ১০টা দিকে তিনি সাংবাদিক সম্মেলন করে এ ভোট বর্জনের ঘোষণা দেন।
জামালপুর : জেলার কুলকুচা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ভোট কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেছেন।
ভোলা: ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন বর্জন করেছেন বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো. সিরাজ উদ্দিন। সকাল সোয়া ১০টার দিকে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি ভোট বর্জনের কথা জানান। এছাড়া জেলার লালমোহন উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন নির্বাচনে ভোট বর্জন করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী স্মৃতি বেগম। বেলা পৌনে ১২টার দিকে সরকারি দলের প্রার্থীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগে তিনি নির্বাচন বর্জন করেন।
টাঙ্গাইল : জেলার গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান জসীম নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচনী কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দিয়ে জোরপূর্বক ব্যালট পেপারে সিল মারার অভিযোগ করে তিনি এ ঘোষণা দেন।
চট্টগ্রাম : জেলার সীতাকুণ্ড উপজেলার ৩ ইউনিয়নে বিএনপির প্রার্থীরা কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই ও এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এনে ভোট বর্জন করেছেন। বর্জনকারীরা হলেন-কুমিরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. হেলাল উদ্দিন, বাড়বকুণ্ড ইউনিয়নের আবুল কালাম আজাদ ও সোনাইছড়ি ইউনিয়নের নুরুদ্দিন মো.জাহাঙ্গীর চৌধুরী।
শেরপুর : জেলার উরপা ইউনিয়নেরর বিএনপি সমর্থিত প্রার্থী ভোটবর্জন করেছেন।
কুষ্টিয়া : জেলার খলিশা ইউনিয়নের জাসদ সমর্থিত প্রার্থী ভোটবর্জন করেছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- কাজী অফিস নোয়াখালী চৌমুহনী
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
Leave a Reply