
নিজস্ব প্রতিনিধি
ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার ১৫টি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে। দুটি উপজেলায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টি ও স্বতন্ত্র প্রার্থীসহ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৩ জন প্রার্থী।
নির্বাচন অফিস সূত্রে জানাযায়, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করার জন্য প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশ, বিশেষ আনসার, আনসার ভি ডি পি ও গ্রাম পুলিশ রয়েছে পর্যাপ্ত পরিমানে। নিয়ন্ত্রণে রাখার জন্য প্রতিটি ঝুঁকিপুর্ণ ভোট কেন্দ্রে পুলিশ, বিজিবি, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। প্রতি ৩টি ভোট কেন্দ্রের জন্য এক জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও স্ট্রাইকিং ফোর্স টহলে থাকবেন।
কোম্পানীগঞ্জ উপজেলায় ৮টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ৪০ জন প্রার্থী, সংরক্ষিত আসনে ৫৮ জন ও সাধারণ সদস্য পদে ২৬৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৮টি ইউনিয়নের ৭২টি ওয়ার্ডের মোট ৭২টি ভোট কেন্দ্রে বৃহস্পতিবার সকাল থেকে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৮টি ইউনিয়নে মোট ভোটার রয়েছে ১লাখ ৫৫হাজার ৯শ ২জন, যারমধ্যে ৭৮হাজার ৪শ ৩১ পুরুষ ও ৭৭হাজার ৫শ ২১ জন মহিলা ভোটার রয়েছে।
অপর দিকে উপজেলার মোট ৭টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৭টি ইউনিয়নের ৬৩টি ওয়ার্ডের মোট ৬৪টি ভোট কেন্দ্রের, ৩৫৮টি কক্ষে বৃহস্পতিবার একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৭টি ইউনিয়নে মোট ভোটার রয়েছে ১লাখ ২২হাজার ৭শ ৬জন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- কাজী অফিস নোয়াখালী চৌমুহনী
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
Leave a Reply