Photo sonaimuri 1

বেলাল হোছাইন ভুঁইয়া, সোনাইমুড়ী প্রতিনিধি:
শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ কল্পে বাল্য বিবাহ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা মিলনায়তনে বুধবার সকালে এক সেমিনারের আয়োজন করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও সঞ্জীবনী মানবিক উন্নয়ন সংস্থার উদ্যেগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

উপজেলা ভাইস চেয়ারম্যান মো: সাহাব উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার বেবী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, সঞ্জীবনী মানবিক উন্নয়ন সংস্থার সভাপতি সাজেদা বেগম, জেলা সমন্বয়কারী মোঃ কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, কাজী, ইমাম ও ইউপি চেয়ারম্যান বৃন্দ।