Pite-Hatta

নোয়াখালী প্রতিনিধি-
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চাঁনকাশিমপুর গ্রামে খেলার মাঠে বুধবার সন্ধ্যায় এক কিশোরকে পিটিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। নিহত নিপু ওই গ্রামের শহরম বাড়ির আলমের ছেলে। সে যুবলীগের কর্মী ছিলো বলে জানা যায়।

নিহতের মা নূর জাহান অভিযোগ করেন, বুধবার বিকেলে নিপু স্থানীয় খুরশিদা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে খেলা দেখতে যায়। এ সময় ১০/১২ জনের একদল সন্ত্রাসী তাকে বেধড়ক পিটিয়ে আহত করে। আশংকাজনক অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

বেগমগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক (এসআই) জালাল আহম্মেদ জানান, নিহত নিপু কিছুদিন আগে বিএনপি থেকে যুবলীগে যোগদান করেন। বিষয়টি বিএনপি ও শিবিরের স্থানীয় নেতা-কর্মীরা মেনে নিতে পারেনি। এর জের ধরে বুধবার সন্ধ্যায় তার ওপর হামলার ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ।