Humanchain Pic (29.03.16)

নোয়াখালীর পাতা ডেস্ক: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজপথে নেমেছে শিক্ষার্থীরা। নোয়াখালী জেলা প্রায় সকল উপজেলাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।

মঙ্গলবার দুপুরে নোয়াখালী প্রেস কাবের সামনের সড়কে থেকে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক কার্যলয়ের মানববন্ধন করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বেলা ১১টায় শহরের নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে তনুর হত্যাকারীদের গ্রেপ্তারে কর্মসূচি পালিত হয়।
এছাড়া একই দাবিতে নোয়াখালী জেলা আদালত ভবনের সামনে মানববন্ধন করে নোয়াখালী সরকারী কলেজের শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা কলেজছাত্রী তনুর ধর্ষণ ও হত্যাকা-ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। পাশাপাশি অবিলম্বে হত্যাকা-ে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
অপরদিকে, জেলার বেগমগঞ্জ উপজেলার একই দাবিতে ১০টার দিকে জেলার বেগমগঞ্জের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা চৌমুহনী চৌরাস্তা এলাকায় এবং বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা শহরে নোয়াখালী সরকারি কলেজ ও জিলা স্কুলের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।

এছাড়াও কোম্পনীগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন উই ফর ইউ’র আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহন করেন কোম্পানীগঞ্জ মানবাধিকার কমিশন, সাংবাদিক সমিতি, প্রেসকাব কোম্পানীগঞ্জ, উদিচী শিল্পী গোষ্ঠী, ব্যাঞ্জণা খেলাঘর আসর, মুক্ত সাংস্কৃতিক সংগঠন, দুর্ণীতি প্রতিরোধ কমিটি, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র, কবিতা পরিষদ, সিটিজি ব্লাড ব্যাংক, উপজেলার সরকারী-বেসরকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সমাবেশে উই ফর ইউ’র সহ-সভাপতি নুর-এ-মাওলা রাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, মাকসুদাহ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা আক্তার খানম, বসুরহাট পৌরসভার কাউন্সিলর আবুল খায়ের, হারুন-অর-রশিদ শাহেদ, খেলাঘরের কেন্দ্রীয় কমিটির সদস্য শহীদ উদ্দিন বাবুল, সাংবাদিক সমিতির সভাপতি এহসানুল আলম খসরু, প্রেসকাব কোম্পানীগঞ্জের সভাপতি প্রশান্ত চন্দ সুভাষ, উই ফর ইউ’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।