file (1)

নোয়াখালীর পাতা ডেস্ক:
নোয়াখালীর কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নের ১৩৬টি কেন্দ্র দ্বিতীয় ধাপে ৩১ মার্চ বুধবার অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে কেন্দ্র গুলোতে ভোট গ্রহণের জন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

প্রার্থীদের শেষ মুহুর্তের প্রচার প্রচারণায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনী এলাকা সমূহ।

বিভিন্ন ইউনয়নে আওয়ামী লীগের প্রার্থীদের বিরুদ্ধে একই দলের বিদ্রোহী প্রার্থীরা ভয়-ভীতি প্রদর্শণের অভিযোগ করছেন। এই অবস্থায় নির্বাচনের দিন শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে কিনা তা নিয়ে শংকা দেখা দিয়েছে প্রার্থী ও ভোটারদের মাঝে। প্রশাসনের কাছে নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভোটাররা।

কোম্পানীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ৯৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ৪৭১ এবং মহিলার ভোটার ৭৭ হাজা ৫২১ জন। নির্বাচনী মাঠে ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৩৯ জন এবং সংরক্ষিত ৫৯ ও সাধারন পদে ২৬৬ জন।

অন্যদিকে কবিরহাট উপজেলার ৭টি ইউনিয়নে মোট ভোটার ১ লক্ষ ২২ হাজার ৭০৬ জন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫ জন। সাধারন ও সংরক্ষিত নারী পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪৫ জন। মোট ভোট কেন্দ্র ৬৪টি।

সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মনির হোসেন জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নেয়া হয়ৈছে। ভোট কেন্দ্রে পুলিশ সদস্যের পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক বিজিবি, র‌্যাব, কোষ্টগার্ড ও আনসার সদস্য নিয়োজিত থাকবে। এছাড়া নির্বাহী ম্যাজিষ্টেট ও নির্বাচন কমিশনের পর্যবেক্ষক দল কাজ করবে।