file (1)

নিজস্ব প্রতিনিধি: দেশের ৩য় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাটখিল উপজেলার ৯ টি ইউনিয়নে শেষ পর্যন্ত ৪৯ জন চেয়ারম্যান পদে। সাধারন সদস্য পদে ৩০৬ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৬৬ জন মনোনয়নপত্র জমা দেন।
এ ইউনিয়নগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামি ২৩ এপ্রিল। রোববার ছিলো মনোনায়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়ন যাচাই বাছাই হবে ৩০ মার্চ। প্রত্যাহারের শেষ দিন ৬ এপ্রিল আর প্রতিক বরাদ্ধ দেয়া হবে ৭ এপ্রিল।

চেয়ারম্যান পদে ৪৯ জন প্রার্থী মনোনায়নপত্র দাখিল করেন। প্রার্থীরা হচ্ছে, ১নং সাহাপুর ইউনিয়ন এ.এস.এম. আনছার উদ্দিন, (স্বতন্ত্র), ফিরোজ আলম (বিএনপি), নাছির উদ্দিন (স্বতন্ত্র),, জহির আহমেদ(স্বতন্ত্র),, গোলাম হায়দার কাজল (আ’লীগ), দেওয়ান মোস্তফা আলম (স্বতন্ত্র)। ২নং রামনারায়নপুর ইউনিয়ন লিয়াকত আলী ভুট্টে (বিএনপি), মোঃ নজরুল ইসলাম (আ’লীগ বিদ্রোহী, শাহ আলম চৌধুরী (আ’লীগ), মোঃ জাহাঙ্গীর আলম (স্বতন্ত্র)। ৩নং পরকোট ইউনিয়নে আঃ করিম (স্বতন্ত্র), বাহার আলম (আ’লীগ), আবদুল ওয়াদুদ(স্বতন্ত্র), মনিরুল ইসলাম (বিএনপি), তৌহিদুল ইসলাম (বিএনপি বিদ্রোহী), শাহনাজ বকসী (বিএনপি বিদ্রোহী)। ৪নং বদলকোট ইউনিয়নে আলমগীর হোসেন (স্বতন্ত্র), টিপু সুলতান (স্বতন্ত্র), আবু হানিফ (বিএনপি), আবু তৈয়ব (আ’লীগ বিদ্রোসী), মনির হোসেন (জাপা), আলী হোসেন (স্বতন্ত্র), মোক্তার আহমেদ (ই-আন্দোলন), মোঃ সোলাইমান (আ’লীগ), আমির হোসেন (জাসদ), ০৫নং মোহাম্মদ ইউনিয়নে মোঃ নাছির উদ্দিন (স্বতন্ত্র), গোলাম কুদ্দুছ (স্বতন্ত্র), আবু ছায়েদ চৌধুরী (বিএনপি), আবদুর রহিম আবদুল্লাহ (স্বতন্ত্র), মোঃ শহিদ উল্যা (আ’লীগ), গোলাম ছরোয়ার (আ’লীগ বিদ্রোহী)। ৬নং পাঁচগাঁও ইউনিয়নে আলমগীর হোসেন নয়ন (বিএনপি), বজলুল করিম বাবুল (আ’লীগ। ৭নং হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নে এইচ.এম. বাকী বিল্লাহ (আ’লীগ), আবদুল হাই (বিএনপি), তাজুল ইসলাম (স্বতন্ত্র), মোঃ বিপুল ইসলাম (স্বতন্ত্র)। ০৮নং নোয়াখলা ইউনিয়নে মোঃ তানবির (স্বতন্ত্র), মোঃ মানিক (আ,লীগ বিদ্রোহী), শাহ জাহান (বিএনপি), জহিরুল ইসলাম (স্বতন্ত্র), ইব্রাহিম খলিল সোহাগ (আ’লীগ), বদিউজ্জামান (আ’লীগ বিদ্রোহী), দিলদার আহাম্মেদ(বিএনপি বিদ্রোহী), মনছুর রহমান (স্বতন্ত্র), নুরুল হুদা (আ’লীগ বিদ্রোহী, সামছুল আলম (স্বতন্ত্র)। ০৯নং খিলপাড়া ইউনিয়নে আলমগীর হোসেন (আ’লীগ), সালাউদ্দিন সুমন (আ’লীগ বিদ্রোহী)।