file

কোম্পানীগঞ্জ-:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী কামাল উদ্দিন নয়নের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিপক্ষ প্রার্থী ও তার লোকজন অপপ্রচার চালানোর প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়। রবিবার রাত ৮টায় উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বজু মিয়া চেয়ারম্যান বাজারে প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়।
মেম্বার প্রার্থী কামাল উদ্দিন নয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যুবলীগ নেতা তাজুল ইসলাম মিল্লাত, স্কুল শিক্ষক মোশায়েদুর রহমান মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা কামাল উদ্দিন নয়নের বিরুদ্ধে চালানো প্রতিপক্ষ মেম্বার প্রার্থী নজরুল ইসলাম সমীর ও তার লোকজনের চালানো অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, পরাজয় নিশ্চিত জেনে এবং জনবিচ্ছিন্ন হয়ে সমীর মেম্বার ও তার লোকজন কামাল উদ্দিন নয়নের(ফুটবল প্রতীক) বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। তারা বলেন, স্থানীয় স্কুল শিক্ষক মোশায়েদুর রহমান মিলন সমীর মেম্বারের কাছে পাওনা টাকা চাইতে গেলে সমীর মেম্বার ও তার লোকজন তার উপর হামলা করে। পরবর্তীতে এ ঘটনাকে ধামাচাপা দিতে সমীর মেম্বার বিষয়টি প্রতিপক্ষ মেম্বার প্রার্থীর উপর চাপিয়ে দিয়ে বলে, নয়ন ও তার লোকজন হামলা চালিয়েছে। এটি নিছক একটি অপপ্রচার। তাই আমরা জনগণকে বিষয়টি খোলাসা করতে ও সমীর মেম্বারের হীনমন্যতার বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করেছি। উল্লেখ্য ঔ দিনের ঘটনায় মেম্বার প্রার্থী নয়ন ও তার লোকজন এ ঘটনার সাথে জড়িত ছিলনা। শুধুমাত্র নির্বাচনী বৈতরনী পার হওয়ার হীন মানসিকতার আশ্রয় নিতে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে কামাল উদ্দিন নয়ন এ প্রতিবেদককে জানিয়েছে।