51130-bombblast-8-3-16

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
কোম্পানীগঞ্জ: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে বোমা তৈরির সময় বিষ্ফোরণে আবুল হোসেন ও কামাল উদ্দিন নামের জন আহত হয়েছে।

সোমবার বিকেল ৫টার দিকে মেহেরুন্নেছা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন, ওই এলাকার তাজুল ইসলামের ছেলে আবুল হোসেন (৩৪) ও নুরুল হকের ছেলে কামাল উদ্দিন (৩৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল মেহেরুন্নেছা এলাকার ইউছুফ সরকার প্রকাশ পুকুর ওয়ালা বাড়ীর নুরুল হকের একটি ঘরে কয়েকজন যুবক বোমা তৈরী করছিল। এ সময় হঠাৎ করে ওই ঘরে তৈরীকৃত বোমার বিষ্ফোরণ ঘটে আবুল হোসেন ও কামাল উদ্দিন গুরুতর আহত হয়।
পরে তাদের সাথে থাকা অন্যরা আহতদেরকে উদ্ধার করে ফেনীর একটি হাসপাতালে নিয়ে ভর্তি করিয়েছে বলে জানায় স্থানীয়রা।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ ঘটনাস্থল থেকে জানান, ওই বাড়ীতে ফটকার বিষ্ফোরণে এক যুবক আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে তিনি শুনেছেন। তবে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে বলেও জানান তিনি।

মু গোলাম কিবরিয়া রাহাত/কোম্পানীগঞ্জ প্রতিনিধি