Vrammoman_370867391

 নোয়াখালীর সেনবাগ উপজেলার ডুমুরুয়া ইউনিয়নে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে আবু জাফর আহাম্মেদ (২০) নামে এক বখাটে যুবককে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (২৮ মার্চ) দুপুরে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান ছিদ্দিক এ সাজার নির্দেশ দেন।

কারাদণ্ডপ্রাপ্ত আবু জাফর আহাম্মেদ ওই ইউনিয়নের সুরাতপুর গ্রামের মীর হোসেনের ছেলে। 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সোমবার সকালে ডুমুরুয়া গালর্স হাই স্কুলের নবম শ্রেণির এক ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার পথে জাফর তাকে উত্ত্যক্ত করেন। এ সময় স্থানীয় লোকজন জাফরকে আটক করে পুলিশে সোর্পদ করে।

পরে দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত ১০ মাস ১০ দিনের কারাদণ্ডের নির্দেশ দেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক  জানান, জাফরকে বিকেলে জেলা কারাগারে পাঠানো হবে।