12718311_795021257308784_5892670424298392968_n

নোয়াখালী প্রতিনিধি:
কুমিল্লার কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে ও খুনিদের দ্রুত গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবীতে আজ নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মূখে নোয়াখালী সরকারী মহিলা কলেজ. নোখায়ালী সরকারী কলেজ,

নোয়াখালী জিলা স্কুলে সহ বিভিন্ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে।
এ সময় বিভিন্ন পেশা ও সামাজিক , স্াংস্কৃতিক সংগঠন লোকজন কর্মসূচীতে একাত্বতা ঘোষনা করেন।
উল্লেখ্য গত ২০মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় তার নিজ বাসার কাছে খুন হন নাট্যকর্মী তনু।