file
নিজস্ব প্রতিনিধি,
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নে যাত্রীবাহী বাসের ধাক্কায় আবদুল করিম (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সোনাপুর-হাতিয়াঘাট সড়কের ভাঙারপোল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আবদুল করিম উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভুলু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে করিম স্থানীয় হালিম বাজার এলাকা থেকে বাইসাইকেল নিয়ে নিজ বাড়ির দিকে যাচ্ছিল। পথে ভাঙারপোল এলাকায় সে মোড় দিয়ে যাওয়ার সময় পিছন থেকে হাতিয়া ঘাট থেকে আসা ‘সুবর্ণ সুপার’ ’এর একটি যাত্রীবাহী বাস করিমের সাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে করিম নিহত হয়।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, বাস’সহ চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে গাড়ির মালিকপক্ষ ও নিহতের পরিবারের সাথে বৈঠক হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্ত ছাড়া তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।