12884493_794989870631441_439014662_n

হাতিয়া প্রতিনিধি, 

কুমিল্লার ভিকটোয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় দ্বীপের আদালত ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘আমরা গড়বো, আমরাই লড়বো’ সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে সংগঠনটির সাথে একাত্ততা প্রকাশ করে হাতিয়া মুক্তিযোদ্ধা সংসদের মুক্তিযোদ্ধারাসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তরা তনু হত্যার দ্রুত বিচার দাবি করেন এবং এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিদাবী করেন।

মানববন্ধন হাতিয়া জেলা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ফজলে আজিম তুহিন, আয়োজন সংগঠনের নেতা ছারোয়ার হোসেন, আবির, আহাম্মদ উল্লাহ প্রমুখ বক্তব্য দেন। উল্লেখ্য, গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকার পাওয়ার হাউস পানির ট্যাংকির কাছে তনুর লাশ পাওয়া যায়। ময়না তদন্ত শেষে জানা যায়, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। পরে এ ব্যাপারে তনুর বাবা কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। হত্যার পাঁচদিন পার হলেও কোনো আসামি গ্রেপ্তার হয়নি।

এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করা হচ্ছে।