20160325_235543

মু গোলাম কিবরিয়া রাহাত,
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে রাতের প্রথম পহর ১২.১ মিনিটে নোয়াখালীর শহিদ মুক্তেযোদ্ধা স্মৃতি ফলকে পুস্পস্তবক অর্পন করেছেন জেলা প্রশাসক বদরে মুনীর ফেরদৌস, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ এবং চাটখিল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক দেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপকমিটির সহসস্পাদক জাহ্ঙ্গাীর আলম। এরপর একেএকে জেলা আওয়ামীলীগ ও অংঙ্গ সংগঠন, জেলা বিএনপি ও অংঙ্গ সংগঠন, গনজাগরন মঞ্চ, নোয়াখালী প্রেস কাবসহ শতাধিক সামাজিক, সাংষ্কৃতিক ও রাজনৈতিক সংগঠন মুক্তেযোদ্ধা স্মৃতি ফলকে পুস্পমাল্য অর্পন করেন।

এ ছাড়া জেলার বেগমগঞ্জ, সোনাইমুড়ি, কোম্পানীগঞ্জসহ সবকয়টি উপজেলাতে বিভিন্ন রাজনৈতিক অংঙ্গ সংগঠন ও নেতাকর্মীরা পুস্পস্তবক অর্পন করেন। দিবস উপলক্ষে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিক ও বেসরকারি প্রতিষ্ঠানে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পাতাকা উত্তোলন করা হয়।