
নিজস্ব প্রতিনিধি-
জঙ্গীবাদ-ধমীয় উগ্রবাদকে পরাজিত করে বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয়ে নোয়াখীলীতে বৃহস্পতিবার বিকেলে পতাকা মিছিল বের করে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। বিকেলে নোয়াখালী প্রেসকাবের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মকছুদের রহমান মানিক, জ্যেষ্ঠ সহ সভাপতি অ্যাডভোকেট আজিজুল হক বকশি, জাসদের কবিরহাট উপজেলা শাখার সভাপতি গোলাফ রহমান শাহ, চাটখিল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাইন উদ্দিন শেখ, জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসিব মোহাম্মদ শরীফ, জাতীয় যুবজোটের কেন্দ্রিয় কমিটির সদস্য আবু নাছের মঞ্জু, কৃষকজোট নেতা আবূল বাশার, শ্রমিক জোট নেতা দেলোয়ার হোসেন, জহিরুল ইসলাম রানা, আক্তার হোসেন, এএইচ এম মান্নান মুন্নাসহ প্রমুখ।
বক্তারা হাসানুল হক ইনু ও শিরীন আখতারের নেতৃত্বে জাসদের নেতাকর্মীদেরকে জঙ্গীবাদ-ধর্মীয় উগ্রবাদকে পরাজিত করে, দুর্নীতিÑবৈষম্যের অবসান, সুশাসন-অংশগ্রহণমূলক গণতন্ত্র-সমাজতন্ত্রের সংগ্রাম এগিয়ে নেয়ার আহবান জানান।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- কাজী অফিস নোয়াখালী চৌমুহনী
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
Leave a Reply