IMG_7037

নিজস্ব প্রতিনিধিঃ নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে নবনির্বাচিত মেম্বার নুর আলম এর নেতৃত্বে পরাজিত প্রার্থী আলী আকবর বাবুল এর সমর্থকদের বসত বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ ঘটানোর অভিযোগ করেছে ভুক্তভোগীরা।
গত ২২ মার্চ নির্বাচনের পর ২৩ ও ২৪ মার্চ রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর নোমান গ্রামের একরাম উদ্দিন সমাজে এ ঘটনা ঘটে। জানাযায়, ২২ মার্চ অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে মোহাম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে বর্তমান মেম্বার আলী আকবর বাবুল ও নবর্নিবাচিত মেম্বার নুর আলম এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। নুর আলম বিজয়ী হলে বাবুল এর কর্মী ও সমর্থক দিনমজুর ওলেমান ও সামচ্ছুদ্দিন এর বাড়িতে হামলা চালিয়ে তাদের বসত ঘরে আগুন লাগিয়ে দেয়। এসময় ওলেমান এর স্ত্রী রাশেদা বেগম (২৫) ও আট মাসের শিশু রিপাত, সামচ্ছুদ্দিন এর স্ত্রী লিলা আক্তার (২৭) গুরুতর আহত হয়। এছাড়াও আশপাশের অন্তত ২০ বাড়িতে হামলা চালায় বলে জানিয়েছে এলাকাবাসী। আহত রাশেদা বেগম জানায়, ঘটনার দিন রাত আনুমানিক আড়াইটার দিকে নুর আলম এর নেতৃত্বে ১০/১২ জনের একটি দল আমার বাড়িতে হামলা চালায়। এসময় তারা ঘরে ডুকে তাকে ভোট না দেওয়ার অপরাধে বেদম মারধর করে আমার ৮ মাসের শিশুকে আমার কোল থেকে ছুড়ে ফেলে দেয়। পরে প্রান ভয়ে আমি আমার শিশুকে নিয়ে পালিয়ে যাই। তারা ভাংচুর করে যাওয়ার সময় আমার ঘরে আগুন লাগিয়ে দেয়। আগুনে পুড়ে আমার বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনায় ইউপি চেয়ারম্যান এনামুল হক জানান, আমি খবর পেয়ে বিজিবিকে খবর দিলে তারা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ২৪ মার্চ চরজব্বার থানার সহযোগীতায় ঘটনাস্থল পরির্দশন করে অগ্নি সংযোগ এর ঘটনাাটি নিশ্চিত করেন তিনি। এদিকে অভিযুক্ত নুর আলম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনাটি অস্বীকার করেন।
নির্বাচন পরবর্তী এ নেক্কার জনক ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।
সুবর্নচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জানান এঘটনায় থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইননানুক ব্যবস্থা গ্রহন করবো।