image1

নোবিপ্রবি প্রতিনিধি:

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাএী সোহাগী জাহান তনুকে ধর্ষনের পর হত্যার প্রতিবাদে আজ বিকাল পাঁচটায় নোয়াখালী বিজ্ঞা ন ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক মানব বন্ধনের আয়োজন করা হয় ! 
মানব বন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে ! শিক্ষার্থীরা বলে আমরা তনু হত্যার সুষ্ঠু বিচার চাই এবং অপরাধীদের ফাঁশি চাই যেন আর কোনো তনু এভাবে জীবন দিতে না হয় ! মানব বন্ধন শেষে তারা মিছিল নিয়ে ভাষা শহীদ আব্দুস সালাম হল পর্যন্ত যায় !
এরপর সন্ধ্যা সাড়ে ছয়টায় শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্জলন করে এর গভীর শোক পালন করে !