sabbir-shakib-birth-day-lrg20160323232611

সাকিব আল হাসানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন সাব্বির রহমান। আজ (২৪ মার্চ) বিশ্বসেরা এই অলরাউন্ডারের জন্মদিন। জন্মদিনের শুভেচ্ছায় সাব্বির তার ফেসবুক পেইজে লিখেছেন, হ্যাপি বার্থডে সাকিব আল হাসান…বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড! (Happy birthday Shakib Al Hasan…best in the world!)

তবে এমন একটা দিনে এসে জন্মদিনের তারিখটা পড়েছে, যেদিনটিকে তিনি হাসিমুখে উদযাপন করতে পারছেন না সাকিব। বুধবার রাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ভারতের কাছে এক রানে হেরে গেছে বাংলাদেশ। তাই আজ জন্মদিনের উদযাপনটা রঙিন হচ্ছে না এই টাইগারের।

ভারতের বিপক্ষে বল হাতে ৪ ওভারে ২৩ রানের বিনিময়ে তুলেছে নিয়েছেন ১টি উইকেট। ব্যাট হাতে খেলেছেন গুরুত্বপূর্ণ ১৫ বলে ২২ রানের ইনিংস। এ ম্যাচে জয় পেলে জন্মদিনে দারুণ এক পার্টি দিতে পারতেন বিশ্বসেরা অলরাউন্ডার। কিন্তু দুর্ভাগ্য, নিজের ২৯তম জন্মদিনেও কাঁদতে হলো দেশসেরা এই ক্রিকেটারকে।

১৯৮৭ সালে মাগুরায় জন্মগ্রহণ করেন সাকিব। ২০০৬ সালের আগস্ট মাসে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয় এই বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান এবং বাঁহাতি অর্থোডক্স স্পিনারের।

সাকিব ছিলেন বাংলাদেশ ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর শিক্ষার্থী। তার খেলার মান আর ধারাবাহিকতা তাকে নিয়ে গেছে এক নতুন উচ্চতায়, হয়েছেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড়।