Suboj

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে গত বুধবার দুপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফখরুল ইসলাম সবুজসহ ২৫ জনকে কারাগারে প্রেরণ করেছে নোয়াখালী বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট।

বুধবার দুপুরে বিদ্রোহী প্রার্থী সবুজসহ ২৫জন আত্মসমর্থন করে জামিনের জন্য আবেদন করলে নোয়াখালী জজ কোর্টে ম্যাজিষ্ট্রেট ফারহানা ভুঁইয়া জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
জানাযায়, ১৯ মার্চ শনিবার নৌকা প্রার্থী হাজী সফি উল্যাহ ও তার কর্মীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় চরকাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আরিফ বাদী হয়ে ৩৪জনের নাম উল্লেখ্য করে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলায় বুধবার দুপুরে ২নং আমলি আদালতে জামিনের জন্য আবেদন করলে বিজ্ঞা ম্যাজিষ্ট্রেট ফারহানা ভুঁইয়া মামলার আসামী ফখরুল ইসলাম সবুজ, কাজী ইকবাল, জহিরুল ইসলাম, একরামুল হক, কবির আহমেদ, আনোয়ার হোসেন, নওশাদ, শামীম, কাঞ্চন, শামীম, স্বপনসহ ২৫ জনের জামিন না মঞ্জুর করে নোয়াখালী জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন।

উল্লেখ্য, ১৯ মার্চ চরকাঁকড়া ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফখরুল ইসলাম সবুজসহ তার কর্মীরা আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক প্রার্থী হাজী সফি উল্যাহ ও তার কর্মীদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিতে সন্ত্রাসী হামলা চালায়। এ সময় সাবেক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আরিফ, সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা, ছাত্রলীগ কর্মী বাদল, ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহীন, যুবলীগ নেতা ও মেম্বার প্রার্থী আলা উদ্দিনসহ ১৫জন আহত হন। এ ঘটনায় চরকাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আরিফ কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।