নোয়াখালীর পাতা ডেস্ক:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় চৌমুহনী প্রি ক্যাডেট একাডেমি ও এন এ চৌধুরী ট্যালেন্স প্রিপারেটরির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা বেগমগগঞ্জ উপজেলা ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালীর পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ পিপিএম ।
ক্রীড়া প্রতিযোগিতায় হাঁস দৌড়, ফুল কুড়ানো, ১০০ মিটার দৌড়, বল নিক্ষেপ, ২০০মিটার দৌড়, আলো তোলা, চকলেট দৌড়, ব্যাঙলাফ, বেলুন নিয়ে আতরক্ষা, বৃত্তের রাজা, টমটো নিয়ে দৌড়, চকলেটের সন্ধানে, দড়ি লাফ, মিউজিক্যাল চেয়ার, চামুচ নিয়ে মার্বেল দৌড়, লীল আকাশের পাখি, যেমন খুশি তেমন সাজো ও বাজনা থামলে রাখবো কোথাই সহ ৭৮ ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । গত এক মাস থেকে বিদ্যালয়ে মাঠে ছাত্র ছাত্রীদেরকে এই খেলা গুলো শিখানো হয়েছে। আজ আনুষ্ঠানিক ভাবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয় ছাড়া প্রত্যক ছাত্র ছাত্রীদের পুরষ্কার প্রদান করা হয।